মোগড়া ইউনিয়ন পরিষদ আখাউড়া উপজেলা সদর থেকে পাচঁ কিলোমিটার দক্ষিণে হাওড়া নদীর তীরবর্তী ঐতিহ্যবাহী মোগড়া বাজারে অবস্থিত। ইহা প্রথমে ইউনিয়ন বোর্ড নামে পরিচিত ছিল। ১৯৬১ সালে ইহা প্রতিষ্ঠিত হয়।
১) ইউনিয়নের নামঃ
৩নং মোগড়া ইউনিয়ন পরিষদ
২) ইউনিয়নের আয়তনঃ
১২.১৫ বর্গকিলোমিটার
৩) গ্রামের সংখ্যাঃ ২৯ টি
(ক) গ্রাম সমূহঃ-
১. ভবানী পুর,
২. দূর্জয় নগর,
৩. চরণারায়নপুর,
৪. ধনরাজাপুর ,
৫. নয়াদিল,
৬. দরুইন,
৭. নোয়াপাড়া,
৮. ধাতুরপহেলা,
৯. কুসুমবাড়ি,
১০. তুলাবাড়ি,
১১.নোনাসার,
১২.টানোয়াপাড়া,
১৩.মোগড়া,
১৪.নিলাখাদ,
১৫.বচিয়ারা,
১৬,শান্তিপুর,
১৭.মোগড়া বাজার,
১৮.গঙ্গানগর,
১৯.দিঘির পাড়,
২০.গাংভাঙ্গা,
২১.জাংগাল,
২২.খলাপাড়া,
২৩.ছয়ঘড়িয়া,
২৪.আদমপুর,
২৫.বাউতলা,
২৬.জয়নগর,
২৭.উমেদপুর,
২৮.রাজেন্দ্রপুর,
২৯.সেনার বাদী।
৪) মৌজার সংখ্যাঃ ২৩ টি
৫) লোক সংখ্যাঃ ২৮, ৩৫০জন
(ক) পুরুষ ১৫,৫০০ জন
(খ) মহিলা ১২,৮৫০ জন
৬) ভোটার সংখ্যাঃ ১৫,২১৩ জন
৭) সরকারী প্রাথমিক বিদ্যালয়ঃ ৭ টি
৮) বেসরকারী রেজিঃপ্রাথমিক বিদ্যালয়ঃ ৩ টি
৯) মাধ্যমিক বিদ্যালয়ঃ ২ টি
১০) মসজিদের সংখ্যাঃ ৩৩ টি
১১) মন্দিরের সংখ্যাঃ ০১ টি
১২) ব্যাংকের সংখ্যাঃ ০১ টি
১৩) ডাকঘরের সংখ্যাঃ ০১ টি
১৪) ইউনিয়নের ভূমি অফিসঃ ০১ টি
১৫) উপস্বাস্থ্য কেন্দ্রঃ ০১ টি
১৬) ইউনিয়ন পরিবার পরিকল্পনা কেন্দ্রঃ ০১ টি
১৭) এনজিও প্রতিষ্ঠানঃ ০৩ টি
১৮)হাট/বাজারঃ ০১ টি
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS